কুমিল্লা সদর দক্ষিণে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
- তারিখ : ০২:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
- / 1382
রকিবুল হাসান রকি :
‘‘সত্য-মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গতকাল (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পালিত হল ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০১৯। এই উপলক্ষ্যে উপজেলা পরিষদ পশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় র্যালি এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিনের সভাপতিত্বে এবং ডিজিটাল বাংলাদেশ বিষয়ে তথ্য উপস্থাপনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সালমা খাতুন। প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছলিমুন নেছা, প্রাথমিক শিক্ষা অফিসার আসফিয়া রহমান, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা মোসাঃ সুমাইয়া আক্তার প্রমূখ।










