সোহাগ মিয়াজী :
কুমিল্লার চৌদ্দগ্রামে একজন ডাক্তার ও একজন স্বাস্থ্য সহকারীর করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের ডাঃ এরফানুল হক। তিনি ঢাকায় কর্মরত ছিলেন এবং ঈদে বাড়িতে আসেন।
এছাড়াও আক্রান্ত রয়েছেন উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের আতাকরা গ্রামের আবু আহম্মেদের ছেলে স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম।
গত ২৪ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা শেষে শুক্রবার রির্পোট পজেটিভ আসে। তাদের দুই জনেরসহ আশপাশের বাড়ি গুলো লকডাউন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান।
তবে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে পারে বলে স্বাস্থ্য কর্মকর্তা আশঙ্কা করছেন। তিনি চৌদ্দগ্রামবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন।