তালগাছের গ্রাম কুমিল্লার জয়মঙ্গলপুর খিলের বাড়ি

মাজহারুল ইসলাম বাপ্পি।

গ্রাম বাংলার অতি চিরচেনা ফল তাল। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি তালগাছ।
ছবির মতো সুন্দর সারি সারি তালগাছের এ রকম দেখা মেলে কুমিল্লার পিপুলিয়া বাজার সংলগ্ন জয়মঙ্গলপুর খিলের বাড়ি সড়কের দুই পাশে।
মাথা উঁচু করে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ জানান দিচ্ছে, এ গ্রাম যেন প্রকৃতপক্ষেই তালগাছের’ই একটি গ্রাম।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জয়মঙ্গলপুর খিলের বাড়িকে তালগাছের গ্রাম বললে ভুল হবে না।
গ্রামে ঢুকলেই যে কারো মনে হবে, এটি আসলেই তালগাছের গ্রাম। যতদূর চোখ যাবে সড়কের দু’পাশে শুধু সারি সারি তালগাছ। ছোট-বড় তালগাছে ঘেরা মনোমুগ্ধ পরিবেশ যে কাউকে আকৃষ্ট করে।

তালগাছের দৃশ্য উপভোগ করতে ও মোবাইল ক্যামেরার ফ্রেমে বন্দি করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন প্রকৃতি প্রেমী মানুষ। তালগাছের দৃষ্টিনন্দন এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন।
সড়কের দুই পাশে অগণিত তালগাছ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে, যা দেখতে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা।

কুমিল্লা মহানগরীর ২১ নং ওয়ার্ডের বাসিন্দা নিশাত এসেছেন তালগাছের সারির সৌন্দর্য্য উপভোগ করতে। তিনি বলেন, সড়কের দুই পাশে অগণিত তালগাছ জয়মঙ্গলপুর খিলের বাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে, পাশেই আমার আন্টির বাড়ি। যখন’ই বেড়াতে আসি সারি সারি তালগাছ ও প্রকৃতির সান্নিধ্যে একটু সময় ব্যয় করি। ভালো’ই লাগে এ গ্রামটি। ফলে বার বার এখানে ছুটে আসা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!