চৌয়ারা বাজারে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণে বিষাক্ত পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেয়া হয়।
মঙ্গলবার (২ জুলাই) বিকালে সদর দক্ষিণের চৌয়ারা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া খানম।

তিনি জানান, স্থানীয় বাজারে বিষাক্ত পিরানহা ও অস্ট্রেলিয়ান মাগুর কেনাবেচা করছিলেন মাছ ব্যবসায়ীরা।
এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মাছ ব্যবসায়ী আব্দুর রহিমকে
৫ হাজার টাকা এবং মাইনুদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ১৫ কেজি পিরানহা ও ১৮ কেজি নিষিদ্ধ অস্ট্রেলিয়ান মাগুর জব্দ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!