জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে-তাজুল ইসলাম

মনোহরগঞ্জ প্রতিনিধি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশকে নিয়ে চিন্তাশীল বিশ্বে দশজন রাষ্ট্রনায়কের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। একদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র। সে লক্ষে কাজ করে চলছে শেখ হাসিনার সরকার। গতকাল বৃহস্পতিবার লাকসাম পৌরসভার উদ্যোগে আয়োজিত লাকসাম বাজারের প্রধান সড়ক নোয়াখালী রেলগেইট হতে ছিলনিয়া ব্রিজ পর্যন্ত রিজিড পেভমেন্ট ও ফ্রেক্সিবল পেভমেন্ট কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন আজকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, অর্থনীতির উন্নয়ন অগ্রগতি জানান দিচ্ছে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে। উন্নয়ন কাজে দূর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নির্বাচনী এলাকায় শালিস দরবারের নামে কেউ টাকা খেলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যায়কারী যে দলের হোকনা কেন তাকে ছাড় দেওয়া হবে না। অতএব সাবধান সকল প্রকার অন্যায় কাজ বিরত থাকুন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী লাকসাম পৌরসভা কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত নারী অপেক্ষাগারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্যাহ কায়েস। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী মো: সোহরাব আলী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এডভোকেট আবু তাহের, এডভোকেট তানজিনা আক্তার, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, মনোহরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জিএম প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী, লাকসাম উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার, লাকসাম থানার ওসি নজরুল ইসলাম, মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল কালাম আজাদ, লাকসাম পৌরসভা কাউন্সিলর আবদুল আলিম দিদার, মোহাম্মদ উল্যাহ, খলিলুর রহমান, আফতাব উল্যাহ চৌধুরী জন্টু, গোলাম কিবরিয়া সুমন, বাহা উদ্দিন বাহার, শাহ আলম, চেয়ারম্যান কামাল হোসেন, সাইদুর রহমান দুলাল, হারুনুর রশিদ, ওমর ফারুক, আবদুল আউয়াল আবুল, লাকসাম পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা দলিলুর রহমান মানিক, মনিরুল ইসলাম রতন, মোশারফ হোসেন মজুমদার, মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং লাকসাম বাজার ব্যবসায়ীবৃন্দ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!