ট্রাম্পের সঙ্গে কনফারেন্সে অংশ নেওয়া ব্যক্তি এখন করোনায় আক্রান্ত!

অনলাইন ডেস্ক :

ট্রাম্পের সঙ্গে কনফারেন্সে অংশ নেওয়া ব্যক্তি এখন করোনায় আক্রান্ত!

বর্তমান বিশ্বের আতঙ্কের নাম করোনাভাইরাস। চীন থেকে উৎপত্তি প্রাণঘাতী এই ভাইরাস এরই মধ্যে বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার মানুষ। এই ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী প্রাণ গেছে ৩ হাজার ৮৩০ জনের। এর মধ্যে শুধু চীনেই মারা গেছে ৩ হাজার ১১৯ জন।
বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২২ জন।

মোট আক্রান্ত হয়েছে ৫৪২ জন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কনফারেন্সে অংশ নেওয়া এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ম্যারিল্যান্ডে অঙ্গরাজ্যের অক্সন হিলে ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’-এ অংশ নেন ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, কনফারেন্সে থাকলেও ট্রাম্প এবং পেন্সের সঙ্গে সাক্ষাৎ হয়নি ওই ব্যক্তির।

তাদের কাছাকাছিও ছিলেন না তিনি।
এই ঘটনায় শঙ্কিত কী না এমন প্রশ্নে ট্রাম্প জানান, এতে তিনি মোটেই উদ্বিগ্ন নন।

এদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির ৩০টি অঙ্গরাজ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা ৪৩৭। ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!