ঢাকা থেকে চুরি হওয়া পিকআপ বুড়িচংয়ে উদ্ধার, আটক এক

মো.জাকির হোসেন :
রাজধানীর ধামরাই থানাধীন মধুডাঙ্গা এলাকা থেকে এক মাস পূর্বে চুরি হওয়া একটি পিকআপ রোববার বিকেলে কুমিল্লার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় পিকআপ চুরির সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ বছরের ২২ নভেম্বর রাতে রাজধানীর ধামরাই থানাধীন মধুডাঙ্গা এলাকা থেকে মোঃ আঃ আলীম নামে এক ব্যাক্তির একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় সংস্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়। চুরির ঘটনায় ধামরাই থানার এস আই মাহমুদুল হক এর নেতৃত্বে একটি দল বুড়িচং থানা এলাকায় আসে। পরে রোববার বিকেলে দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেনের সহায়তায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া পিকআপটিকে উদ্ধার করা হয়। এসময় চুরি সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ আলম মিয়া (৩৬) নামে একজনকে আটক করা হয়। আটককৃত আলম মিয়া কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বল্লারচর গ্রামের নুরুল ইসলামে ছেলে। পুলিশ আটককৃত আসামীকে আদালতে প্রেরন করেছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!