তরী সামাজিক বুনন সংগঠন থেকে পাঁচ শিক্ষক দম্পতিকে সম্মাননা প্রদান

এমদাদুল হক সোহাগ :
তরী সামাজিক বুনন সংগঠনের উদ্যোগে শিক্ষকতার মত মহান পেশায় নিয়োজিত আছেন এমন পাঁচ দম্পতিকে সম্মাননা জানানো হয়েছে। বুধবার কুমিল্লা নগরীর টাউন হল কনফারেন্স রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব শাহ্ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে এবং তরী সামাজিক বুননের সমন্বয়ক রেজবাউল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, কর অঞ্চল কুমিল্লার উপ কর কমিশনার জাকিয়া জাফরিন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, লিভার ক্লাব কুমিল্লার সহ সভাপতি লুৎফল বারী চৌধুরী হিরূ,

রোটারিয়ান আলহাজ্ব জাকির হোসেন, ধনুয়াখুলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর শামীম হায়দার, পরিবেশ আন্দোলন কুমিল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সুজন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আহসান টিটু, মুক্তি হসপিটালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোঃ সাইদুজ্জামান আখন্দ রনি, হোম ইন্টিরিয়র ও ডিজাইনের ডিরেক্টর আবু ইউসুফ, সংবর্ধিত অতিথি কুমিল্লা সরকারি কলেজ এর ইতিহাস বিভাগের অধ্যাপক ফেরদৌসী আক্তার চয়ন, চৌদ্দগ্রাম সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায়, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক গোলাম কিবরিয়া, পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোমা আক্তার প্রমুখ।
সম্মাননা প্রাপ্ত দম্পতিরা হলেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ফেরদৌসী আক্তার দম্পতি, সাজিয়া শারমিন ও আবু ইউসুফ মোহাম্মদ সাজ্জাদ আলী দম্পতি, গোলাম কিবরিয়া ও মমতা আক্তার দম্পতি, প্রফেসর নিখিল চন্দ্র রায় ও সুদীপ্তা রানী রায় দম্পতি, আলমগীর ও রুমা আক্তার দম্পতি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!