নাঙ্গলকোটে চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলা

মো: ওমর ফারুক :
কুমিল্লার নাঙ্গলকোটে যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা: জহির উদ্দিন বাবর সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন । শনিবার আসরের নামাজ শেষে বের হলে নাঙ্গলকোট কলেজ মসজিদের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। ঘটনাটি শনিবার ঘটলেও সাংবাদিকরা জান্তে পারে রোববার। এই ঘটনায় ডাক্তার বাদী হয়ে হামলাকারী পৌর সদরের হরিপুর মজুমদার বাড়ীর হারুনুর রশিদের ছেলে আকাশ ও পাটোয়ারি জেনারেল হাসপাতালের মালিক সাইফুল ইসলামসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে রোববার রাতে থানায় মামলা দায়ের করেন। এই বিষয়ে ওই ডাক্তার অভিযোগ করে বলেন, শনিবার পৌর বাজারের জেনারেল হসপিটালে প্রাইভেট রোগি দেখার পর আসরের নামাজ আদায় করতে পাশের কলেজ মসজিদ যাই। নামাজ শেষে বাহির হলে ১২-১৪ জনের একটি গ্রুপ এসে অতর্কিত ভাবে হামলা করে। এ সময় আমাকে বাঁচাতে আসা একজনের হাত ঘড়ি ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনাটি জানার পর প্রাইভেট হাসপাতালের লোকজন এসে আমাকে উদ্ধার করে। জেনারেল হাসপাতালের ম্যানেজার হামলাকারীদের মধ্যে আকাশকে চিন্তে পারেন। পরে নাঙ্গলকোট থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাক্তার আরও বলেন, হামলাকারীরা বলতে থাকে তুমি নাঙ্গলকোটের কোন প্রাইভেট হাসপাতালেন রোগি দেখতে পারবে না। যদি রোগী দেখতে হয়, তাহলে পাটোয়ারি হাসপাতালে রোগি দেখতে হবে। এই বিষয়ে ২নং অভিযুক্ত পাটোয়ারী জেনারেল হাসপাতালের মালিক সাইফুল ইসলাম বলেন, এমন ঘটনাটি কে বা কাহারা ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার বিরুদ্ধ জেনারেল হাসপাতালের মালিক স্বপন একটি বড় ধরনের ষড়যন্ত্র করতেছে। ডাক্তারের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি মামুন অর রশিদ পিপিএম বলেন, এই ঘটনায় ডাক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

মোবাইল -০১৭৫-৮০৭৫১০২
তারিখ – ১২-১-২০২০

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!