নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ লাশ উদ্ধার, অর্ধশত মৃত্যুর আশঙ্কা
- তারিখ : ০৩:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / 582
অনলাইন ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
আজ বেলা সোয়া ১টার দিকে ১৭ জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর সময় ঘটনাস্থলে ছিলেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মুজিবুল হক।
নাম প্রকাশ না করার শর্তে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, কারখানাটির চারতলা ভবনে তল্লাশি চালিয়ে অন্তত অর্ধশত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের লাশ ইতিমধ্যে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্রিফিং করে বিস্তারিত জানাবে।
প্রথম আলো