সদর দক্ষিণ প্রতিনিধি :
বাংলাদেশ উপজেলা পরিষদ গাড়ি চালক সমিতি চট্রগ্রাম বিভাগীয় কমিটির ১ম বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ উপজেলা পরিষদ গাড়ি চালক সমিতি কুমিল্লা জেলার আয়োজনে শনিবার সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও মতবিনিময় সভা ২০১৯ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ গাড়ি চালক সমিতির চট্রগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম,কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সবুজ,রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন,সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রহমান,রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি লালন, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান,ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির,রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে কুরআন তিলাওয়ান করেন চট্রগ্রাম বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মো: মিজানুর রহমান, সভায় কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ উপজেলা পরিষদ গাড়ি চালক সমিতি পক্ষে বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সরকারী কর্চারী গণের ন্যায় বেতন-ভাতা উত্তোলন করার সুযোগ প্রদান,জিপিএফ অথবা সিপিএফ চালু করা,আনুতাষিক ভাতা ১৫০ মাস করা,সরকারী ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা,বেতন-ভাতা চার কিস্তির পরিবর্তে এক কিস্তিতে প্রদান করা।
এ সময় চট্রগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি জামাল হোসেন,মাহফুজুর রহমান,মোতালেব হোসেন,সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান রুবেল,সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক,প্রচার সম্পাদক মো: শাহজালাল,চট্রগ্রাম জেলা কমিটির সভাপতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন,ফটিকছড়ির জয়নাল হাওলাদার,কুমিল্লা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান,চাঁদপুর জেলা সভাপতি জসিম গাজী,রাঙ্গামাটি জেলা সভাপতি সুরেশ চাকমা,কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম,সদস্য আব্দুল কাদির,জাকির হোসেন,মনির হোসেন,মানিক মিয়া,ব্রাক্ষণবাড়িয়া জামাল হোসেন সহ বাংলাদেশের সকল বিভাগীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক,জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণ সহ সকল উপজেলা পরিষদের গাড়ি চালক গণ উপস্থিত ছিলেন।