বাঙ্গালী জাতির বুকের তাজা রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে -লোটাস কামাল

মাজহারুল ইসলাম বাপ্পি :
অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে বাঙ্গালী জাতি বুকের তাজা রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে। এ সাগর রক্তের বিনিময়ে জাতি পেয়েছে একটি নতুন মানচিত্র। নির্যাতিত বাঙ্গালী জাতি পেয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধু এ দেশের মানুষের জন্য বহু কষ্ট করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সোনার মানুষ তৈরি করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। বাংলাদেশ বর্তমানে সারা বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃতে¦ বিশে^র উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১০ বছর পর বাংলাদেশে আর দারিদ্রতা থাকবে না। দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে এদেশের কৃষক,শ্রমিক,শিক্ষক সহ সকল পেশাজীবি মানুষের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মন্ত্রী আরো বলেন, একজন মানুষের জীবনের বড় সফলতা হচ্ছে সততা, আদর্শ ও দেশপ্রেম। স্বাধীন দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। স্বাধীন জাতি হিসেবে আমরা যে আত্মমর্যাদা পেয়েছি তা একদিনে আসেনি,এর জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। রবিবার বিকেলে সদর দক্ষিণের মথুরাপুর মাঠে পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ বিএ,সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কামাল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুম হামিদ, গোলাম জিলানী, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মো: আবদুল মান্নান (এল এল,এম), সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক এম.এ আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনতাজ খান। এ সময় পূর্ব জোড়কানন ইউনিয় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোসলেম, ইউপি চেয়ারম্যান হারিছ মিয়া, রিপন, পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোকলেছ মেম্বার, খন্দকার সোহেল রেজা, আব্দুর রশিদ মাস্টার, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, আমান উল্লা আমান, সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন, হানিফ চৌধুরী, পশ্চিম জোড়কানন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক জাফর আহমেদ, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও পূর্ব জোড়কানন ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক ইয়াসিন আরাফাত প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!