সাবেক স্বামীর করা মামলায় সঙ্গীত শিল্পী তাশবিহা বিনতে শহীদ মিলাকে আগামী ৫ এপ্রিল আদালতে হাজির হতে হবে। আজ বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন পুলিশ প্রতিবেদন আমলে নিয়ে মিলার প্রতি সমন জারি করেন।
ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন জানান, আগামী ৫ এপ্রিল তাকে হাজির হতে হবে।
পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক মহিদুল ইসলাম মামলায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে গত ২৫ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন। গত বছরের ২১ এপ্রিল সাইবার ট্রাইব্যুনাল আদালতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার ও মানহানির অভিযোগে মিলার সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি এ মামলা করেন।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেন মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।