আরিফ গাজী।।
“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় মুরাদনগর উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূইয়া জনী।
বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা ও সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কামান্ডার হারুন অর রশিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরিন, সেলিমগীর হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সভাপতি রেবেকা সুলতানা, সাধারন সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি ফেরদৌস মিয়া প্রমূখ।