মোদী সরকারের সাম্প্রদায়িকতার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

স্বকৃত গালিব,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাম্প্রদায়িক মোদী সরকার কর্তৃক ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সিএএ নিয়ে আন্দোলনরতদের উপর সহিংস হামলা এবং মসজিদে অগ্নিসংযোগ প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরেফিন রফিকের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৭’ই ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন করে। এসময় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দিবস সাহা বক্তব্যে বলেন, পৃথিবীর কোন ধর্মেই মানুষ হত্যা, উপসনালয়ে আগুন দেওয়ার কথা বলা হয়নি। যদি মোদী সরকার দ্বিতীয় বার এমন কাজ করে তাহলে এই আন্দোলন শুধু কুবিতে সীমাবদ্ধ নই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে, এবং এমন সাম্প্রদায়িকতার তীব্র নিন্দা জানান। এছাড়াও আইন বিভাগের শিক্ষার্থী মূসা ভূইয়া বলেন, যদি কোন জায়গায় কোন হিন্দু ও সাম্প্রদায়িকতার শিকার হয় তাহলে আমরা আজ আন্দোলন করতাম। বক্তারা বলেন, মুজিব বর্ষে একজন অসম্প্রদায়িক নেতার অনুষ্ঠানে যেন কোন সাম্প্রদায়িক নেতে না আসে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!