রাজধানীতে ৯ মাদ্রাসাছাত্র আটক

রাজধানীর কাকরাইল মোড় থেকে নয় মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমে নামাজ শেষে একদল মাদ্রাসাছাত্র মিছিল করে নাইটিঙ্গেল মোড়ে হয়ে কাকরাইলে রাস্তার ওপর অবস্থান নেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা বাদানুবাদে জড়ান। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে তারা ঢিল ছুড়তে শুরু করে।

তিনি বলেন, পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই মাদ্রাসাছাত্ররা কোন সংগঠনের জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা এসেছিল ‘তৌহিদী জনতা’ লেখা ব্যানার নিয়ে।

তবে হেফাজতে ইসলামীর এক নেতা বলেন, তাদের সংগঠনের নতুন যে কমিটি হয়েছে, তার যুগ্ম মহাসচিব মামুনুল হকের অনুসারী ওই ছাত্ররা। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন সম্প্রতি ফয়জুল করীম ও মামুনুল হকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, তাদের কুশপুত্তলিকা দাহ করেছে। এর প্রতিবাদে বিভিন্ন স্থান থেকে মাদ্রাসা ছাত্ররা বায়তুল মোকাররমে বিক্ষোভ করতে এসেছিল।

ঢাকা মহানগরে হেফাজতে ইসলামীর নতুন কমিটির নেতা মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেছেন, তাদের কোনো কর্মসূচি শুক্রবার ছিল না। আটক মাদ্রাসা ছাত্রদের পরিচয় তার জানা নেই।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!