রেকর্ড বুকের নতুন পাতায় নাম লেখালেন তামিম

ব্যক্তিগত রেকর্ডে নতুন মাইলফলক স্পর্শ করলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৪১ রান যোগ করে আউট হবার পরই প্রথম বাংলাদেশি হিসেবে সবধরণের আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের রেকর্ডে স্থান করে নিলেন তিনি।

দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪১টি ম্যাচ খেলে ২১টি সেঞ্চুরি আর ৮১টি ফিফটির সাহায্যে তামিম ইকবাল রান করেছেন ১৩ হাজার ১৪ রান।

এরমধ্যে, ৬০টি টেস্টে ১১৫টি ইনিংস খেলে ৯টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪০৫ রান, ওয়ানডে ক্রিকেটে ২০৪ ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৮৯২ রান ও টি-টোয়েন্টিতে ৭৭টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও ৭টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭১৭ রান করেছেন তামিম ইকবাল।

রান সংগ্রহে তামিম ইকবালের ঠিক পরেই রয়েছেন সাকিব আল হাসান। ১৪টি সেঞ্চুরি নিয়ে সাকিব সংগ্রহ করেছেন তে ১১ হাজার ৭৫২ রান। তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৬০৭ রান করেছেন মুশফিকুর রহিম।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!