সত্যিকারের চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক :

কথায় বলে, ‘চ্যাম্পিয়নরা সবক্ষেত্রেই চ্যাম্পিয়ন’। কথাটি রোববার আরও একবার প্রমাণ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মাঠের খেলায় ভারতকে হারিয়ে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপনের সময়ও প্রমাণ করেছে তারাই সত্যিকারের চ্যাম্পিয়ন।

যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারানোর পর বাঁধনহারা উচ্ছ্বাসে ভেসে যায় বাংলাদেশের যুবারা। যার একপর্যায়ে ছিল দলগতভাবে মাঠ প্রদক্ষিণ। তখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেখতে পান মাঠের সীমানা দড়ির ভেতরে অনেক বোতল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। যেগুলো গ্যালারি থেকে ছুড়েছেন দর্শকরা। ভিক্টোরি ল্যাপ দেয়ার সময় পড়ে থাকা বোতলগুলো কুড়িয়ে সীমানার ওপারে ফেলে দেন যুবা টাইগাররা।

যা নজর কেড়েছে সবার। ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল টুইটার হ্যান্ডলারে এ ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে তারা লিখেছে, ‘সত্যিকারের চ্যাম্পিয়ন! বাংলাদেশের খেলোয়াড়রা তাদের ভিক্টোরি ল্যাপ দেয়ার সময় মাঠে থাকা বোতল কুড়িয়ে বাইরে ফেলেছে। সত্যিই অতুলনীয়।’

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!