সদর দক্ষিণে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম বাপ্পি :

“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি,নারী বান্ধব দেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পনেরটি স্থানে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

১নং বিজয়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান।

তিনি বলেন,বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীদের এগিয়ে নিতে সরকারের চেষ্টার অন্ত নেই। সরকারের পাশাপাশি সামাজিকভাবেও নারীদের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়নও দরকার।
বাংলাদেশ জনবহুল দেশ,তাই সমস্যাও একটু বেশি। পুলিশের সাথে জনগণের যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমের সকল প্রকার সমস্যার সমাধান করতে হবে।

পুলিশের সাথে জনগণের সেতুবন্ধন সৃষ্টি করাই বিট পুলিশিং এর অন্যতম উদ্দেশ্য।
করোনাকালীন সময়ে উন্নত বিশ্বেও নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে। ধর্ষনকারীদের সাথে কোন প্রকার আপোষ নেই। নারীর বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। তবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে ফাসানো যাবে না।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর এর সভাপতিত্বে সমাবেশে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল,জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি,১নং বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।

এ সময় কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম ফিরোজ মিয়া,সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,সাধারণ সম্পাদক শাহ ফয়সাল কারীম,সদর দক্ষিণ মডেল থানার এস আই জসিম,এস আই সুজন,বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সুলতান আহমদ,আওয়ামীলীগ নেতা চন্দন চক্রবর্তী,মোতালেব মেম্বার,জাকির হোসেন,জাহাঙ্গীর হোসেন, টিপু মেম্বার ,উপজেলা যুবলীগ সদস্য জহিরুল ইসলাম স্বপন, মহিন মেম্বার,মহসিন হোসেন বাবু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ সাইফুল হাসান সাদী। এছাড়াও সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড,কোটবাড়ি,চৌয়ারা ইউনিয়ন পরিষদ, বারপাড়া ইউনিয়ন পরিষদ, গলিয়ারা ইউনিয়ন পরিষদ, জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, ১৯,২০,২১,২৩,২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ফতেহপুরে লালমাই থানা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!