০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য-প্রিয়ন্তি

  • তারিখ : ০৫:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 945

অবশেষে মালাবদলের অপেক্ষা ফুরোচ্ছে। বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। আজ বুধবার সন্ধ্যায় সৌম্য সরকার ও প্রিয়ন্তি দেবনাথ পূজার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগে বুধবার সকালে ধর্মীয় রীতি-নীতি মেনে সৌম্যের গায়েহলুদের অনুষ্ঠান হয়।

সৌম্যের বাবা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার বলেন, খুলনার খুলনা ক্লাব মিলনায়তনে বুধবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত বিয়ের লগ্ন। এ সময়ের মধ্যেই বিয়ে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে হবে বউভাতের অনুষ্ঠান।

এদিকে বউভাতের অনুষ্ঠানের আয়োজন জোরেশোরেই চলছে মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে। বুধবার বেলা ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, তারকা ক্রিকেটারের বউভাত উপলক্ষে ইতিমধ্যে নান্দনিক সাজে সেজেছে রিসোর্টটি। রিসোর্টের ভিআইপি এলাকায় হবে বউভাতের অনুষ্ঠান। সেখানে মূল ফটক ছাড়াও আরও ছয়টি ফটক নির্মাণ করা হয়েছে। ফোয়ারা ছাড়াও ব্যবস্থা করা হয়েছে নানা ধরনের আলোকসজ্জার। আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা বসার স্থান। অতিথিদের খাওয়ার ব্যবস্থার জন্য বানানো হয়েছে বড় দুটি প্যান্ডেল।

আগামী শুক্রবার বউভাত উপলক্ষে সাজানো হচ্ছে সাতক্ষীরা শহরের মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট। সাতক্ষীরা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: কল্যাণ ব্যানার্জিআগামী শুক্রবার বউভাত উপলক্ষে সাজানো হচ্ছে সাতক্ষীরা শহরের মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট। সাতক্ষীরা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: কল্যাণ ব্যানার্জিমোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সূত্রে জানা গেছে, সৌম্যের বিয়ে উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩টি ভবনের ৫৫টি ভিআইপি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। এসব কক্ষে ১৫০-১৭০ জন অতিথি থাকতে পারবেন। রিসোর্টের ভিআইপি এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার নবদম্পতি সাতক্ষীরায় ফিরবেন। শুক্রবারের বউভাত অনুষ্ঠানে প্রায় তিন হাজার অতিথির আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

প্রিয়ন্তি দেবনাথের বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী এবং মা মাধবী দেবনাথ গৃহিণী। তাঁদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়।

শেয়ার করুন

সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য-প্রিয়ন্তি

তারিখ : ০৫:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০

অবশেষে মালাবদলের অপেক্ষা ফুরোচ্ছে। বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। আজ বুধবার সন্ধ্যায় সৌম্য সরকার ও প্রিয়ন্তি দেবনাথ পূজার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগে বুধবার সকালে ধর্মীয় রীতি-নীতি মেনে সৌম্যের গায়েহলুদের অনুষ্ঠান হয়।

সৌম্যের বাবা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার বলেন, খুলনার খুলনা ক্লাব মিলনায়তনে বুধবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত বিয়ের লগ্ন। এ সময়ের মধ্যেই বিয়ে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে হবে বউভাতের অনুষ্ঠান।

এদিকে বউভাতের অনুষ্ঠানের আয়োজন জোরেশোরেই চলছে মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে। বুধবার বেলা ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, তারকা ক্রিকেটারের বউভাত উপলক্ষে ইতিমধ্যে নান্দনিক সাজে সেজেছে রিসোর্টটি। রিসোর্টের ভিআইপি এলাকায় হবে বউভাতের অনুষ্ঠান। সেখানে মূল ফটক ছাড়াও আরও ছয়টি ফটক নির্মাণ করা হয়েছে। ফোয়ারা ছাড়াও ব্যবস্থা করা হয়েছে নানা ধরনের আলোকসজ্জার। আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা বসার স্থান। অতিথিদের খাওয়ার ব্যবস্থার জন্য বানানো হয়েছে বড় দুটি প্যান্ডেল।

আগামী শুক্রবার বউভাত উপলক্ষে সাজানো হচ্ছে সাতক্ষীরা শহরের মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট। সাতক্ষীরা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: কল্যাণ ব্যানার্জিআগামী শুক্রবার বউভাত উপলক্ষে সাজানো হচ্ছে সাতক্ষীরা শহরের মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট। সাতক্ষীরা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: কল্যাণ ব্যানার্জিমোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সূত্রে জানা গেছে, সৌম্যের বিয়ে উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩টি ভবনের ৫৫টি ভিআইপি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। এসব কক্ষে ১৫০-১৭০ জন অতিথি থাকতে পারবেন। রিসোর্টের ভিআইপি এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার নবদম্পতি সাতক্ষীরায় ফিরবেন। শুক্রবারের বউভাত অনুষ্ঠানে প্রায় তিন হাজার অতিথির আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

প্রিয়ন্তি দেবনাথের বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী এবং মা মাধবী দেবনাথ গৃহিণী। তাঁদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়।