নিজস্ব প্রতিবেদক ।। করোনা ভাইরাস বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন অরাজনৈতিক ও সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাব। বুধবার কুমিল্লা মহানগর ও সদর দক্ষিণের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ক্লাব সদস্যরা । খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অসহায় লোকজন।
এ ব্যাপারে কুমিল্লা ন্যাশনাল ক্লাব সভাপতি আব্দুল কাইয়ুম বাবু বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। অনেকে ব্যক্তি উদ্যোগেও মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।দেশের এ ক্রান্তিকালে সমাজের বৃত্তবানদের মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
এ সময় কুমিল্লা ন্যাশনাল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, ক্লাবের বর্তমান সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী,রিয়াজুল হক,সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক এন এইচ সুমন,মাহাবুবুর রহমান আতিফ,অর্থ সম্পাদক হৃদয় হাসেম,দপ্তর সম্পাদক তুহিন,প্রচার সম্পাদক গোলাম রাব্বি,সদস্য রাফসান জানি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।