অহেতুক বাইরে ঘোরাফেরা বন্ধে বুড়িচং উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত

মো.জাকির হোসেন :
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের সার্বিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুর থেকে নিমসার ও কাবিলা সহ বিভিন্ন হাট বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এসময় মাস্ক ছাড়া বাজারে ও সড়কে অহেতুক ঘোরাফেরার করার অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা ও অতিরিক্ত মূল্যে বিক্রয় সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারি ভুমি কর্মকর্তা(এসিল্যান্ড) তাহমিদা আক্তার। অভিযানে বুড়িচং থানা পুলিশের এএসআই দেলোয়ার সহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে সহযোগীতা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ করোনা ভাইরাস বিস্তার রোধে অপ্রোয়জনে কিংবা বিশেষ প্রয়োজন না থাকলক বাড়ির বাইরে না বের হতেও অনুরোধ জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রতিরোধই এখন একমাত্র পথ। নিজে ও পরিবারকে সুস্থ্য এবং ভালো রাখতে সরকারি নির্দেশনা মেনে বাড়িতেই অবস্থান করুন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!