কুমিল্লা এসডি নিউজ ডেস্ক :
দ্বিতীয় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথম কুমিল্লা সফরে আসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুর ২টায় হযরত শাহাজালাল আর্জাতিক বিমান বন্দর থেকে কুমিল্লার উদ্দেশ্যে হেলিকাপ্টার যোগে যাত্রা শুরু করে দুপুর ২:৩০ মিনিটের সময় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে হেলিকাপটারটি অবতরণ করেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকাপটার হতে নামার পর মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম,বিপিএম (বার) সহ অন্যান্যরা। পরে তিনি সার্কিট হাউজে কুমিল্লার সড়ক বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সওজ কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় তিনি বলেন-বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। যে কোন বিভাগের সরকারী কর্মকর্তা কর্মচারী উন্নয়নে কারচুপি বা দুর্নীতি করে প্রমানিত হলে তাহার বিরুদ্ধে সরকার প্রধান যথাযথ শান্তির ব্যবস্থা করবেন। সরকার দেশের প্রতিটি গ্রামাঞ্চলকে ডিজিটাল করার উদ্যেগ নিয়ে সফলতা অর্জন করেছে এবং সংস্কারের ক্ষেত্রেও পিছিয়ে নেই। এরপর তিনি বিকাল ৩:৩০ টার সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি’র কণ্যা আইমান বাহারের বিবাহত্তোর সংবর্ধনায় অংশ গ্রহণ করেন।