আজ লাকসামে আরও ১০ জনের করোনা শনাক্ত

লাকসাম প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে ২৪ ঘন্টায় নতুন করেন ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ২ জনের দ্বিতীয় নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৮ জন। এখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৮ জন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় শুক্রবার (১৬ এপ্রিল) ২৭টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১২ জন পজিটিভ ও বাকী ১৫টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে নতুন ১০ জন ও ২ জনের দ্বিতীয় নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে পৌরশহরের ৫ জন, আজগরা ইউনিয়নের ৪ জন ও কান্দিরপাড় ইউনিয়নের ১ জন রয়েছেন।

তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২৯৪৬টি। তাদের মধ্যে ২৯৩৩ টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২৩১৫টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ১৩টি নমুনার রিপোর্ট। প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ১৭ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৮ জন। অন্য ৯৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, লাকসামে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দ্রুতই বেড়ে চলেছে, যা উদ্বেগজনক। সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। কারো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত নমুনা দেয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!