এক যুগ আগে প্রকাশিত বইয়ে করোনা ভাইরাসের পূর্বাভাস

বিশ্বজুড়ে প্রায় মহামারীর রূপ নিয়েছে নভেল করোনাভাইরাস। চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, ইরানসহ বিশ্বের অনেক দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। আক্রান্ত হয়েছে বহু মানুষ। মার্কিন লেখিকা সিলভিয়া ব্রাউন প্রায় এক যুগ আগে একটি বই লিখেছিলেন। বইয়ের নাম ‘ইনড অব দ্য ডে- প্রেডিকশন অ্যান্ড প্রোফেসি’। বইটিতে তিনি একটি ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। ওই বইয়ে তিনি লেখেন, ২০২০ সালের দিকে সারা বিশ্বে একটি ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। ১২ বছর আগে করা ভবিষ্যৎ বাণী সঠিক হলো। বইটি নিয়ে বর্তমানে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে। বইটির লেখিকার মতে, ‘২০২০ সালের মধ্যে সারা বিশ্বে মারাত্মক নিউমোনিয়া ছড়িয়ে পড়বে, ফুসফুস এবং ব্রোঙ্কিয়াল টিউবগুলোতে সংক্রমণ করবে।’ তিনি আরও যোগ করেন, লক্ষ্য করার বিষয়টি হলো- এটি হঠাৎ করে আসার সঙ্গে সঙ্গে আবার হঠাৎই চলে যাবে। ১০ বছর পরে আবার আক্রমণ করবে এবং তারপর সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!