এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী আক্রান্তের কয়েক ঘণ্টা পর জানা গেল দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় এক টুইট বার্তায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই জানান।

টুইট বার্তায় তিনি বলেন, ‘করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না আমার শরীরে। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।’
দেশটির স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।

চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে আঘাত হানে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২৫,২৩৭ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৫৬,১৪৭ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,২৮,৭১৭ জন।

এছাড়া যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১৪ হাজার ৫৭৯ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৭৫৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩৫ জন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!