এমপি বাহার ভাইয়ের একজন কর্মী হিসাবে গর্ববোধ করি – আরফানুল হক রিফাত

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

বাংলাদেশ কৃষকলীগ কুমিল্লা মহানগরীর ২০নং ওয়ার্ডের কর্মী সম্মেলন শুক্রবার (৩ আগস্ট) উনাইসার মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, গত চল্লিশ বছর এমপি বাহার এর সাথে রয়েছি। বাহার ভাইয়ের কর্মী হিসেবে রাজনীতি করেছি। এমপি সাব এর সুনাম অক্ষুণ্ণ রেখে রাজনীতি করছি। রাজনীতি করতে এসে কুমিল্লা মানুষের যথেষ্ট ভালোবাসা পেয়েছি।

তিনি আরো বলেন,একসময় কৃষকলীগের ব্যানারে রাজনীতি করেছি। বহু প্রোগ্রাম করেছি। কৃষক নির্ভর বাংলাদেশ গড়ে তোলাই থাকবে, কৃষকলীগের কাজ। সাংগঠনিক কর্মকান্ডের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে কুমিল্লা মহানগর কৃষকলীগের নেতাকর্মীদের। এমপি বাহার এর হাতকে আরো শক্তিশালী করতে সকলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ কৃষকলীগের জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম বলেন,এক সময় সিটির দক্ষিণের নয়টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা উন্নয়ন বঞ্চিত ছিল। মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি সিটির দক্ষিণের নয়টি ওয়ার্ডের দায়িত্ব নেয়ার পর ওয়ার্ডগুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দক্ষিণের মানুষ পেয়েছে মনের মতো একজন অভিভাবক।

নগরীর ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল অহিদ (কমিশনার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাজী সোহেল হায়দার,যুগ্ম আহবায়ক জোনায়েদ শিকদার তপু, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,

মহানগর কৃষকলীগ সদস্য আব্দুল হালিম শেখ,হাজী মোঃ আইয়ুব আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর উম্মে সালমা লিজা,মহানগর কৃষকলীগ সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।

২০নং ওয়ার্ড কৃষক লীগের সম্মেলনে আলী নোয়াবকে আহবায়ক,সাখাওয়াত ও আব্দুল জলিল কে যুগ্ম আহবায়ক করে ৪৯ সদস্য কমিটি ঘোষণা করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!