করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৬ লাখ ২৮ হাজার ৩৯৩ জন। তাদের মধ্যে বর্তমানে ২৫ লাখ ১৬ হাজার ৭০৩ জন চিকিৎসাধীন এবং ৪৫ হাজার ছয় জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৭ লাখ ৫৮ হাজার ৩৯ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ১০ টা পর্যন্ত কোভিড-১৯ এ মারা গেছেন তিন লাখ ৮ হাজার ৬৪৫ জন মানুষ। এছাড়া যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে তিন লাখ ২৬ হাজার ২৪২ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৮৮ হাজার ৯৬৭ জন, জার্মানিতে এক লাখ ৫১ হাজার ৭০০, ইতালিতে এক লাখ ২০ হাজার ২০৫, তুরস্কে এক লাখ ছয় হাজার ১৩৩, ইরানে ৯১ হাজার ৪৩৬, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২০৯, ব্রাজিলে ৮৪ হাজার ৯৭০ এবং ফ্রান্সে ৬০ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া রাশিয়ায় ৫৮ হাজার ২২৬ জন, কানাডায় ৩৬ হাজার ৮৯৫, সুইজারল্যান্ডে ২৭ হাজার ১০০, মেক্সিকো ৩০ হাজার ৪৫১, অস্ট্রিয়ায় ১৪ হাজার ৪৭১, বেলজিয়ামে ১৪ হাজার ৩০১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৮৫১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৩৫৩ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ৪৩৯ জন সুস্থ হয়ে উঠেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।