করোনা প্রতিরোধে কুমিল্লায় সেনা বাহিনীর টহল অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক।।করোনাভাইরাসের প্রভাব বিস্তার রোধে কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহন এবং খোলা দোকানপাট বন্ধে সচেতনতামূলক অভিযান চালিয়েছে সেনা বাহিনী। এ সময় সেনাবাহিনী টিম হ্যান্ড মাইকের মাধ্যমে মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।

সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য এই সময় সেনাবাহিনীর ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রেজাউল করিম, পিএসসি সবাইকে ঘরে থাকার জন্য এবং দোকান পাট বন্ধ রাখার জন্য অযথা ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানান।

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিনের নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেন এসময় ওষুধ দোকান ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া বাকি দোকানগুলো বন্ধ করে দেন এবং জরিমানা আদায় করেন।

এ সময় ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রেজাউল করিম পিএসসি,ক্যাপ্টেন মুহতাসিম ইসমাম অরণ্য, ক্যাপ্টেন আরাফাত সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!