করোনা মোকাবিলায় চীনের মতো হাসপাতাল বানানো হবে: অর্থমন্ত্রী
- তারিখ : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / 1213
অনলাইন ডেস্ক :
করোনা ভাইরাস মোকাবিলায় চায়নার মতো যদি হাসপাতালের প্রয়োজন হয় তাহলে আমার মনে হয় প্রধানমন্ত্রী অর্থায়ন করতে না করবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ক্রয় সংক্রান্ত’ বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্ব বিপদে আছে। সম্মিলিতভাবে কীভাবে মোকাবিলা করা যায় সেই চেষ্টা চলছে। কি করলে দেশকে ও জাতিকে মুক্ত রাখতে পারি সেলক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের অর্থের কোনো সমস্যা নেই। আমরা আর্থিকভাবে সক্ষম আছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনো উদ্যোগ গ্রহণ করে বা সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানালে আমরা যথা সম্ভব সহায়তা করবো।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চায়নার মতো দ্রুত কোনো হাসপাতাল করতে চায় তাহলে প্রধানমন্ত্রী অর্থায়ন করতে না করবেন না বলে আমার বিশ্বাস।











