করোনা সহ জরুরী চিকিৎসা সেবায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের হ্যালো ডাক্তার সার্ভিস চালু

এমদাদুল হক সোহাগ :
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে জরুরী চিকিৎসার জন্য কুমিল্লাবাসীর জন্য হেল্পলাইন সার্ভিস “হ্যালো ডাক্তার” কার্যক্রম চালু করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার থেকে কার্যক্রমটি চালু হয়েছে।
দশজন ডাক্তার প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মোবাইল ফোনে জরুরী চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে থাকবেন। যারা চিকিৎসা দিবেন। তারা হলেন ডাঃ হাফিজ সাইদুর রহমান তাঞ্জিল (01792100351), ডাঃ অসীম সূত্রধর (01820-236695), ডাঃ ফাহিম শাহরিয়ার(01764-818113), ডাঃ নুরুল আফসার সুজন(01792-100351), ডাঃ নূর মোহাম্মদ তানজীম(01754020989), ডাঃ সোহাগ সরকার(01626-188314), ডাঃ আতিকুর রহমান জুয়েল(01832-698240), ডাঃ সাখাওয়াত বাপ্পি(01690-212492)। সার্ভিস পরিচালনায় থাকবেন উত্তর জেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পলাশ সরকার(01940243841)।

সার্বিক সহযোগিতায় থাকবেন উত্তর জেলা ছাত্রলীগের সদস্য এমবিবিএস শেষ পর্বের শিক্ষার্থী সাইফুল ইসলাম টিটু(01865201934)।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং কুমিল্লা বাসিকে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে আমি এবং উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির এ উদ্যোগ গ্রহণ করেছি। জেলার যেকোনো প্রান্ত থেকে চিকিৎসকদের মোবাইলে কল করে করোনাভাইরাস সংক্রান্ত চিকিৎসা ও পরামর্শ সহ যেকোনো ধরনের চিকিৎসা সেবা পাওয়া যাবে। তিনি আরো বলেন, বর্তমানে ঘরে থাকাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। মানুষ ঘরে থেকে যাতে চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্যই আমাদের এই উদ্যোগ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!