কুবির আইন অনুষদের শিক্ষার্থীদের জন্য অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্টির শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এলএলবি ফাইনাল পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম দশজন শিক্ষার্থীকে এককালীন মেধা বৃত্তি প্রদানে মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামানের নিকট অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্টির শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক।

আজ ২৩ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় মাননীয় ট্রেজারারের কার্যালয়ে তপন বিহারী নাগ ট্রাস্টের পক্ষে আইন বিভাগের চেয়ারম্যান এ চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শামিমুল ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলাম শেখ, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিন এবং ছাত্রলীগ কুবি শাখার সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ।

এর আগে গত ১৬ অক্টোবর ২০২০ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাথে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্টির শিক্ষাবৃত্তি বিষয়ক চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন অ্যাডভোকেট তপন বিহারী নাগ।

চুক্তি স্বাক্ষরের পর কুমিল্লা জেলা সরকারী কৌশুলী (জি.পি) তপন বিহারী নাগ তাঁর ট্রাস্টের নামে নিজস্ব চেম্বারে দশ লক্ষ টাকার চেক আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক এর হাতে হস্তান্তর করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!