০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লায় কেএফসি ভাঙচুরের ঘটনায় তিনজন গ্রেফতার

  • তারিখ : ১০:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 510

অনলাইন ডেস্ক :

কুমিল্লা নগরীর কেএফসি (KFC) রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যায় ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভাঙচুরের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় কেএফসি ভাঙচুরের পর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসি ক্যামেরা ফুটেজ ও স্থানীয় বিভিন্ন সূত্রের সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। যা এখনো অব্যাহত রয়েছে। তবে ভাঙচুরের ঘটনা ২৪ ঘন্টা পার না হতেই পুলিশ দ্রুত জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া তিনজন হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকার তোফায়েল আহমেদের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তানবাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো: জিহাদ (২১) এবং শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক আসলাম (২১)।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, গতকাল আকস্মিক কেএফসি ভাঙচুরের পর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও দিকনির্দেশনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে। কেএফসি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে।

গতকাল রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব ভাঙচুরের বিষয় বরদাস্ত করা হবে না, যারাই এসব কাজে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

কুমিল্লায় কেএফসি ভাঙচুরের ঘটনায় তিনজন গ্রেফতার

তারিখ : ১০:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

অনলাইন ডেস্ক :

কুমিল্লা নগরীর কেএফসি (KFC) রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যায় ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভাঙচুরের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় কেএফসি ভাঙচুরের পর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসি ক্যামেরা ফুটেজ ও স্থানীয় বিভিন্ন সূত্রের সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। যা এখনো অব্যাহত রয়েছে। তবে ভাঙচুরের ঘটনা ২৪ ঘন্টা পার না হতেই পুলিশ দ্রুত জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া তিনজন হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকার তোফায়েল আহমেদের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তানবাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো: জিহাদ (২১) এবং শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক আসলাম (২১)।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, গতকাল আকস্মিক কেএফসি ভাঙচুরের পর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও দিকনির্দেশনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে। কেএফসি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে।

গতকাল রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব ভাঙচুরের বিষয় বরদাস্ত করা হবে না, যারাই এসব কাজে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।