কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় অস্ত্র প্রদর্শন, নৌকা প্রার্থীকে শোকজ
- তারিখ : ০১:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / 435
অস্ত্রধারী নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় কুমিল্লা-২ আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য সেলিমা আহমাদকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহীদা আক্তার স্বাক্ষরিত শোকজ চিঠিতে ৩১ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। হোমনা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, গত ২৪ ডিসেম্বর হোমনা উপজেলার জয়পুর ইউনিয়ন এলাকায় আপনার নির্বাচনী প্রচারকালে নেতা-কর্মী ও সমর্থকদের দুই একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, যা ভিডিওচিত্রে দেখা যায়। যা গণপ্রতিনিধিত্ব আদেশের অধীন শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও আপনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা প্রচারিত প্রজ্ঞাপন লঙ্ঘন করেছেন।
এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ করা হবে না এই মর্মে আপনাকে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ৩১ ডিসেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
জাগো নিউজ