কুমিল্লার মুরাদনগরে পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরে উপজেলাধীন সরকারি-বেসরকারি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার লক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুরে ২৫কেজি মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্ধোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে মোট ৩৩৩ কেজি মাছের পোনা উপজেলা পরিষদ, থানা, ফায়ার সার্ভিস সংলগ্ন পুকুরসহ বিভিন্ন পুকুর ও জলাশয়ে অবমুক্ত করা হবে। পোনা মাছের মধ্যে রয়েছে রুই, কাতল, মৃগেল ইত্যাদি।

মুরাদনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান তত্ত্বাবধানে উপজেলার পুকুরে পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ রাজিব মুন্সি, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, উপজেলা ছাত্রালীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি সম্ভু চরণ বর্মণ, জাকির হোসেন, ডাঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বাঙ্গরা বাজার থানা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মুসা ইসলাম, যুগ্ন-আহবায়ক বাছির ভূঁইয়া, ধামঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!