কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় শাহিদা বেগম জান্নাত (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী সাইফুল ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ।
(৪ জুন) শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহিদা উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রাম সাহিদুল মিয়ার ছেলে সাইফুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহিদার সঙ্গে বিরোধ চলছিল তার স্বামীর। আজ সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা। পরে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা।
হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিদাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের স্বামী সাইফুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।