লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে আব্দুল কাদের নামের এক প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লাকসাম পৌর ৬নং ওয়ার্ডের বাতাখালী দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায়। এ ঘটনায় প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে গতকাল লাকসাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ মাস পূর্বে স্বামীর পাঠানো টাকা দিয়ে নিজ বাড়ির জনৈক মহিলার কাছ থেকে বাড়ি সংলগ্ন ৫ শতক জায়গা ক্রয় করেন প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী নাছরিন আক্তার। ক্রয়কৃত জায়গা দখলে যেতে বাধা দিয়ে একই গ্রামের মিজানুর রহমানের ছেলে সোহাগ হোসেন, ইয়াসিন হুজুরের ছেলে মাহমুদ মিয়া ও মৃত আশু মিয়ার ছেলে মীর হোসেন নাছরিন আক্তারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা ক্রয়কৃত জায়গার ৫০ হাজার টাকা সমমূল্যের ফলজ কাটিয়া ফেলে এবং নাছরিন ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ৩ যুবক বিভিন্ন ভাবে প্রবাসী পরিবারের সাথে বিরোধ সৃষ্টি করে আসছে। গত ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ২টায় তাদের একটি ঘরে অগ্নিসংযোগ করে অভিযুক্ত ৩ যুবক। বাড়ির লোকজনের শোরচিৎকারে টের পেয়ে নাছরিন ও তার সন্তানরা দ্রুত ঘর থেকে বের হয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।