আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায়, মুরাদনগর উপজেলা যুবলীগের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পবিত্র মাহে রমজান এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সদরে পাঁচটি ভ্যানে করে প্রায় ৩’শ কর্মহীন মানুষের মাঝে এসব সবজি বিতরণ করা হয়। যার মধ্যে ছিলো আলু, টমেটো, মিষ্টিকুমড়া, লাউ, পুইশাক, চিচিঙ্গা, করলা ও ডিম।
সার্বিক সহযোগীতা করেন, মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য ওমর ফারুক দেলোয়ার, জামাল হোসেন, জাহাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াসিন আরাফাত বাবু, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জয়নাল সরকার, মুরাদনগর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি রকিবুল শামিম, ধামঘর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোর্শেদ কামাল রাব্বি, জাহাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, উপজেলা কৃষকলীগে যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সফিক তুহিনসহ যুবলীগের সকল নেতৃবৃন্দ।