স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লায় আজ ১৮ জনের করোনায় সংক্রমণ সনাক্ত হয়েছে।এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৭ জন রয়েছেন। শহরের নজরুল এভিনিউ রোডে দুই জন, কান্দিরপাড়ে এক জন নারী, সরকারি মহিলা কলেজ গেইটের ৬২ বছর বয়স্ক নারীসহ দুই নারী, চকবাজার পুলিশ ফাঁড়ি এলাকার একজন, কালিয়াজুড়ির এক জন নতুন করে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর কৃষ্ণনগরের এক নারী, আমতলীর এক বয়স্ক নারীসহ তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাটের বাহেরগড়ার এক চিকিৎসক, আতাকরার এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।
কুমিল্লার মনোহরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, ঝলম উত্তরের চৌরাইশ, ঝলম দক্ষিণের পমগাওয়ের একজন, ঝলম দক্ষিণের একজন করোনায় আক্রান্ত হয়েছেন।