কুমিল্লায় করোনা শনাক্ত ৪৪ জন: মৃত্যু ৩

সাইফুল ইসলাম ফয়সাল:

রবিবার ১৮এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও ৪৪ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার২৬৬জন।

আজকের রিপোর্টে তিনজন মৃত্যু দেখানো হয়েছি। ফলে মৃত্যুর সংখ্যা ৩৪৪ জনে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ২৫ জন, লাকসাম ০২ জন, চৌদ্দগ্রাম ০৩ জন,দেবিদ্বার ০২জন, সদর দক্ষিণ ০৩জন, মুরাদনগর ০২ জন, বুড়িচং ০৪ জন, চান্দিনা০১ জন, বরুড়া ০২ জন, লাঙ্গলকোট ০১ জন, লালমাই ০১ জন। দাউদকান্দি ০১ জন।

আজকের রিপোর্টে সুস্থ্য ১৬ দেখানো হয়েছি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ১১৩জন করোনা রোগী। সুস্থ্য আজকের কুমিল্লা সিটি কর্পোরেশন ১০জন, চান্দিনা ০৬ জন।

গতকাল ১৮ এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৩হাজার ৯০৮জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৩হাজার ১২১জনের। এর মধ্যে ১১ হাজার ২৬৬জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি:৫৪ এদের মধ্যে নতুন সনাক্ত: ০১।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!