কুমিল্লায় গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

পানি, গ্যাস, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকালে (১৮ ফেব্রুয়ারি) গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন ইমন। সভাপতি তার বক্তব্যে বলেন, অনাহারে গণ মানুষের আজ জীবন ধারণ করা অসম্ভব হয়ে পরেছে। দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলে দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে।

এর ফলে পরিবহন ব্যয় থেকে শুরু করে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। দেশের গণতান্ত্রিক রূপান্তর না ঘটলে বারবার এই রকম স্বৈরাচারী সরকার আসবে। দেশকে গণতান্ত্রিক করার লড়াইয়ে তিনি সকল মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন সদস্য সচিব হাবিবুর রহমান লিটন, সদর দক্ষিণের আহ্বায়ক মাহবুবুর রহমান ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ময়নামতি শাখার আহ্বায়ক আবু সাঈদ নাঈম। সভা সঞ্চালনা করেন সদর দক্ষিণের সদস্য সচিব কানিজ ফাতেমা রোজী।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!