নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১১১ জন। এর মধ্যে সিটি করর্পোরেশন- ৩৭, চৌদ্দগ্রাম- ৮, লাকসাম- ৪, বুড়িচং- ২, আদর্শ সদর- ৭৷ চান্দিনা- ১১, বরুড়া- ৩, দেবিদ্বার- ৬, তিতাস- ২, দাউদকান্দি- ৮, হোমনা- ৬, ব্রাহ্মণপাড়া- ১, মুরাদনগর- ২, নাঙ্গলকোট- ৩, লালমাই- ২, সদর দক্ষিণ- ৯।
এই আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৯শ ৫৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬০ জন। চৌদ্দগ্রাম- ১৬, দেবিদ্বার- ৬, বুড়িচং- ৩৮। মোট সুস্থ ৩শ ৮৪ জন।
নতুন মৃত্যু হয়েছে দেবিদ্বার ও চৌদ্দগ্রামের একজন হরে। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে ।
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৯টি। ফলাফল এসেছে ১২ হাজার ৪শ ৭৭ জনের। রবিবার (১৪ জুন) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।