কুমিল্লায় নতুন করে আরও ১১১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১১১ জন। এর মধ্যে সিটি করর্পোরেশন- ৩৭, চৌদ্দগ্রাম- ৮, লাকসাম- ৪, বুড়িচং- ২, আদর্শ সদর- ৭৷ চান্দিনা- ১১, বরুড়া- ৩, দেবিদ্বার- ৬, তিতাস- ২, দাউদকান্দি- ৮, হোমনা- ৬, ব্রাহ্মণপাড়া- ১, মুরাদনগর- ২, নাঙ্গলকোট- ৩, লালমাই- ২, সদর দক্ষিণ- ৯।

এই আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৯শ ৫৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬০ জন। চৌদ্দগ্রাম- ১৬, দেবিদ্বার- ৬, বুড়িচং- ৩৮। মোট সুস্থ ৩শ ৮৪ জন।

নতুন মৃত্যু হয়েছে দেবিদ্বার ও চৌদ্দগ্রামের একজন হরে। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে ।

সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৯টি। ফলাফল এসেছে ১২ হাজার ৪শ ৭৭ জনের। রবিবার (১৪ জুন) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!