নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় নতুন করে ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৭১১ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে দেবিদ্বার- ১১ জন, নাঙ্গলকোট- ৫ জন, সিটি কর্পোরেশন- ১ জন, সদর দক্ষিন- ৭ জন, আদর্শ সদর- ৪ জন, মনোহরগঞ্জ- ২ জন, ব্রাহ্মণপাড়া- ২ জন, বরুড়া- ১ জন, বুড়িচং- ১ জন ও চান্দিনায়- ৪ জন। নতুন ১ জন সহ মোট মৃত্যুবরণ করেছে ২৩ জন। নতুন মৃত্যু্বরনকারী নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, বুধবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭১১ জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ২৩ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে নতুন ৪ জনসহ মোট ১০০ জন সুস্থ্য হয়েছেন। কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ৭৭৫৯ জন ও রিপোর্ট পাওয়া গেছে ৭০৪৫ জনের।