০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচনে প্রভাব নিয়ে যা বললেন ইসি মাছউদ কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার

কুমিল্লায় নিখোঁজ সাত শিক্ষার্থীর খোঁজ মেলেনি ১৫ দিনেও

  • তারিখ : ১০:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / 515

কোচিংয়ে যাওয়ার কথা বলে ২৩ আগস্ট বাসা থেকে বের হয়ে আর ফেরেনি কুমিল্লার কলেজপড়ুয়া সাত শিক্ষার্থী। গত ১৫ দিনেও তাদের কোনো খোঁজ মেলেনি। তারা কুমিল্লা ভিক্টোরিয়া ও কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

নিখোঁজরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমরান বিন রহমান (১৭) ও সামি (১৮), একই কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ইমতিয়াজ আহমেদ রিফাত (১৯), অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম (২৩) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করা নিলয় (২৫)। কুমিল্লা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল ইসলাম (১৮) এবং নিহাল (১৭)।

নিখোঁজ ইমরান বিন রহমানের বাবা মজিবুর রহমান জানান, ২৩ আগস্ট দুপুরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সে রাতে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তাকে খোঁজার চেষ্টা করি। না পেয়ে পরদিন কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়রি করি। এ ব্যাপারে কুমিল্লা র‌্যাব-১১কেও অবগত করেছি।

বাকি ছয় ছাত্রের অভিভাবকরাও একই রকম কথা বলেছেন। নিখোঁজ সাত ছাত্র প্রত্যেকেই পরস্পরের পরিচিত বলে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান জানান, সাধারণ ডায়রির সূত্র ধরে আমরা কাজ শুরু করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন

কুমিল্লায় নিখোঁজ সাত শিক্ষার্থীর খোঁজ মেলেনি ১৫ দিনেও

তারিখ : ১০:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

কোচিংয়ে যাওয়ার কথা বলে ২৩ আগস্ট বাসা থেকে বের হয়ে আর ফেরেনি কুমিল্লার কলেজপড়ুয়া সাত শিক্ষার্থী। গত ১৫ দিনেও তাদের কোনো খোঁজ মেলেনি। তারা কুমিল্লা ভিক্টোরিয়া ও কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

নিখোঁজরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমরান বিন রহমান (১৭) ও সামি (১৮), একই কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ইমতিয়াজ আহমেদ রিফাত (১৯), অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম (২৩) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করা নিলয় (২৫)। কুমিল্লা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হাসিবুল ইসলাম (১৮) এবং নিহাল (১৭)।

নিখোঁজ ইমরান বিন রহমানের বাবা মজিবুর রহমান জানান, ২৩ আগস্ট দুপুরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সে রাতে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তাকে খোঁজার চেষ্টা করি। না পেয়ে পরদিন কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়রি করি। এ ব্যাপারে কুমিল্লা র‌্যাব-১১কেও অবগত করেছি।

বাকি ছয় ছাত্রের অভিভাবকরাও একই রকম কথা বলেছেন। নিখোঁজ সাত ছাত্র প্রত্যেকেই পরস্পরের পরিচিত বলে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান জানান, সাধারণ ডায়রির সূত্র ধরে আমরা কাজ শুরু করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।