কুমিল্লায় বাল্যবিয়ের বিরুদ্ধে ৫ শতাধিক শিক্ষার্থীকে লালকার্ড প্রদর্শন করিয়ে শপথ পাঠ করান ওসি নজরুল

মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লীসমাজ ও জেলা যৌন হয়রানি নির্মমূল করন নেটওয়ার্কের উদ্যোগে বাল্য বিয়ে নির্মূল করণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রবিবার সকালে আলোচনা সভা, শপথ গ্রহণ ও লালকার্ড প্রদর্শন অনুষ্ঠিত হয়। সকাল ১০.০০ টায় নিয়মিত এসেম্বেলীতে জাতীয় সংগীত শেষে প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী এবং সকল শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে আলোচনা সভা, বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ গ্রহণ এবং লাল কার্ড প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ গ্রহণ ও লালকার্ড প্রদর্শন অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম পিপিএম। বেলতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু, সদর দক্ষিন উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বেলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালমা আক্তার বিউটি, গোমতী ডিজিটালের পরিচালক এমরান হোসেন বাপ্পী, ব্র্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আকসেদ আলী, ব্র্যাক জেলা সমন্বয়কারী জিয়াউদ্দিন আহাম্মেদ, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, মো: তৌহিদুর রহমান সিনিয়র জেলা ব্যবস্থাপক (সিইপি), ও পিও (সিইপি) মাসুদ রানা প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!