কুমিল্লায় বৃহস্পতিবারে আরও ৪৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ১৩১

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলায় বৃহস্পতিবারে নতুন করে আরও ৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭ জনে।

আজকের রিপোর্টে চান্দিনার একজনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৩১ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৬ জন, আর্দশ সদরে ২ জন, বুড়িচংয়ে ৩ জন, নাঙ্গলকোটে ৭ জন, হোমনায় ১ জন, চৌদ্দগ্রামে ৩ জন, বরুড়ায় ৩ জন, লালমাইয়ে ১ জন, চান্দিনায় ৪ জন, মনোহরগঞ্জে ১ জন, লাকসামে ৭ জন, দেবিদ্বারে ৩ জন ও মেঘনায় ৬ জন।

আজকের রিপোর্টে ৪৬ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সিটি করপোরেশনে ৩৪ জন, নাঙ্গলকোটে ৮ জন ও দেবিদ্বারে ৪ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪০৭ জন, মুরাদনগর ২৯৩ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৩৪৭ জন, লাকসামে ৩৩৬ জন, চান্দিনায় ২৪০ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৬ জন, বরুড়ায় ১৯৯ জন, বুড়িচংয়ে ২২৪ জন, মনোহরগঞ্জে ১৫০ জন, ব্রাহ্মণপাড়ায় ৭০ জন, নাঙ্গলকোটে ৩৩৫ জন, হোমনায় ৯২ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৫ জন, লালমাইয়ে ৯২ জন, চৌদ্দগ্রামে ৪৬৫ জন, আদর্শ সদরে ১৮৩ জন, মেঘনায় ৫৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৪ হাজার ১৫১ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ২৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৭৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৩১ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬ জন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!