কুমিল্লায় ব্র্যাক কর্মচারী করোনায় আক্রান্ত, অফিস লকডাউন

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার হোমনায় বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অফিস লকডাউন করা হয়েছে। তিনি হোমনা দুলালপুর শাখায় সুপারভাইজার পদে কর্মরত। বর্তমানে তিনি উপজেলা সদর শাখায় অবস্থান করছেন।

শনিবার বিকেলে ওই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট এলে তার কর্মস্থল ব্র্যাক দুলালপুর শাখা এবং সদর ব্রাঞ্চ লকডাউন করেছে প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তার বাড়ি গাজীপুর কাপাসিয়া উপজেলার ডুমুরিয়া থেকে গত ৪ এপ্রিল হোমনায় আসেন। এর কয়েক দিন পরেই তার করোনার উপসর্গ ঠান্ডা, সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়।

গত ৩০ এপ্রিল চিকিৎসার উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানেই চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠায়। এরই মধ্যে তিনি তার অফিসের কয়েকজনের সংস্পর্শেও এসেছেন।

ইউএনও তাপ্তি চাকমা বলেন, বেসরকারি সংস্থা ব্র্যাকের দুলালপুর শাখায় কর্মরত একজনের করোনা পজেটিভ এসেছে। কর্মস্থল এবং সদরে অবস্থান করায় সদর শাখাটিও লকডাউন করা হয়েছে।

বিডি প্রতিদিন

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!