কুমিল্লায় মুঠোফোনে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

লাকসাম প্রতিনিধি : কুমিল্লার লাকসামে ট্রেনের ধাক্কায় শাকিল হোসেন (২৭) নামক যুবকের মৃত্যু হয়েছে। লাকসাম পৌরসভার সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শাকিল ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লাকসাম পৌরসভার সাতবাড়িয়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রামগ্রাম রেললাইনের পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শাকিল হোসেন মুঠোফোনে কথা বলছিলেন। এসময় লাকসাম থেকে চট্টগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় শাকিল গুরুতর আহত হন।
তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন যুবক শাকিলকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেয়ার পথিমধ্যে শাকিলের মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, এ দুর্ঘটনার বিষয়ে তিনি অবহিত নন। তবে শাকিলের পরিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!