১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২ লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান

কুমিল্লায় সাংবাদিককে কুপিয়ে জখম

  • তারিখ : ০৮:১৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • / 1020

কুমিল্লায় সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক সাংবাদিককে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার (৭ মার্চ) রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সিরাজুল ইসলাম দৈনিক সময়ের আলো পত্রিকায় কুমিল্লা জেলার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা।

আহত সিরাজ জানান, তিনি সময়ের আলোর পাশাপাশি দৈনিক ময়নামতি নামে কুমিল্লার একটি স্থানীয় দৈনিকেও কাজ করেন। ওই পত্রিকা অফিসে দায়িত্ব পালন শেষে রাতে বাসায় ফেরার পথে টমছম ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোশ পরিহিত ৮/১০ জন সন্ত্রাসী তাকে ঘেরাও করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গালমন্দ শুরু করে।

তিনি আরও জানান, এসময় ওই সন্ত্রাসীরা হুমকি দিয়ে আমাকে বলে, চর্থার মাদক ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে যাতে আর কিছু না লিখি। আর লিখলে পরিণতি ভয়াবহ হবে। এরপরই হঠাৎ তারা আমাকে এলোপাতাড়ি মারধর ও কোপানোসহ ছুরিকাঘাত শুরু করে। এসময় আমি চিৎকার করলে আশ-পাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী কাশেম সন্ত্রাসী দিয়ে এই হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছে বলে মনে হচ্ছে।

আহত সিরাজের ভাই রুহুল আমিন জানান, হামলার পর ওই সন্ত্রাসীদের পালিয়ে চর্থা এলাকায় ঢুকতে দেখেছেন স্থানীয়রা। আমরা সকালে এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

শেয়ার করুন

কুমিল্লায় সাংবাদিককে কুপিয়ে জখম

তারিখ : ০৮:১৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০

কুমিল্লায় সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক সাংবাদিককে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার (৭ মার্চ) রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সিরাজুল ইসলাম দৈনিক সময়ের আলো পত্রিকায় কুমিল্লা জেলার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা।

আহত সিরাজ জানান, তিনি সময়ের আলোর পাশাপাশি দৈনিক ময়নামতি নামে কুমিল্লার একটি স্থানীয় দৈনিকেও কাজ করেন। ওই পত্রিকা অফিসে দায়িত্ব পালন শেষে রাতে বাসায় ফেরার পথে টমছম ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোশ পরিহিত ৮/১০ জন সন্ত্রাসী তাকে ঘেরাও করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গালমন্দ শুরু করে।

তিনি আরও জানান, এসময় ওই সন্ত্রাসীরা হুমকি দিয়ে আমাকে বলে, চর্থার মাদক ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে যাতে আর কিছু না লিখি। আর লিখলে পরিণতি ভয়াবহ হবে। এরপরই হঠাৎ তারা আমাকে এলোপাতাড়ি মারধর ও কোপানোসহ ছুরিকাঘাত শুরু করে। এসময় আমি চিৎকার করলে আশ-পাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী কাশেম সন্ত্রাসী দিয়ে এই হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছে বলে মনে হচ্ছে।

আহত সিরাজের ভাই রুহুল আমিন জানান, হামলার পর ওই সন্ত্রাসীদের পালিয়ে চর্থা এলাকায় ঢুকতে দেখেছেন স্থানীয়রা। আমরা সকালে এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।