লাকসাম প্রতিনিধি :
‘‘আমার গ্রাম আমার শহর’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে মুজিব বর্ষকে সামনে রেখে পল্লী বিদ্যুৎ সমিতি-৪ অস্থায়ী কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সারাদিন ব্যাপী ৫ম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সভাপতি গোলাম রাব্বানী মজুমদারের সভাপতিত্বে ও পাওয়ার ইউজ কো অডিনেটর আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর বোর্ডের সহ-সভাপতি মনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ নাছিমা আক্তার, পরিচালক এ.কে.এম ওবায়েদুর রহমান মজুমদার, মুঈনুদ্দিন হোসাইন, এ.কে.এম ফজলুল হক মজুমদার, পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী, নাঙ্গলকোট জোনাল অফিস ডিজিএম শহীদ উদ্দিন, মনোহরগঞ্জ জোনাল অফিস ডিজিএম শাখাওয়াত হোসেন, সদর দপ্তর এজিএম গোলজার আনোয়ার হোসেন চৌধুরী, নজরুল ইসলাম মোল্লা, ইসমাইল হোসেন মজুমদার, মুজাহিদুল ইসলাম, আতিকুর রহমান, শাহেদুজ্জামান চৌধুরী, শহিদুল ইসলাম, আবদুল মান্নান মজুঃ, একে আজাদ, আনিছুর রহমান, আশিকুর রহমানসহ বিভিন্ন উপজেলার গ্রাহকবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক, সরকারি-বেসরকারি ও সার্বজনীন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পবিস ৪ এর মুজিব বর্ষ কর্ণার উদ্বোধন করেন। এছাড়াও সেবাবর্ষ হিসাবে বক্তারা নানামুখী উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ৩ উপজেলার নানাহ ক্যাটাগরি বিদ্যুৎ গ্রাহকদের মাঝে সম্মামনা স্মারক, প্রাইজসহ র্যাফেল ড্র এর মাধ্যমে সম্মানিত করা হয়েছে।